প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

স্বেচ্ছাসেবী কার্যক্রমে গোবিন্দগঞ্জের ঈর্ষণীয় সাফল্য

এম টি আই আহাদ মাহমুদ , বিশেষ প্রতিবেদন: স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রমে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর জন্য ঈর্ষণীয় সাফল্য নিয়ে এসেছে গোবিন্দগঞ্জের বহুল পরিচিত গোবিন্দগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি GSC ব্লাড ব্যাংক (গোবিন্দগঞ্জ) জানা যায়, গোবিন্দগঞ্জের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন থাকলেও অত্যন্ত সক্রিয়ভাবে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর জন্য মানবিক সেবায় নিয়োজিত রয়েছেন এ সংগঠন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বৃক্ষরোপন কর্মসূচি ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি তে এই সংগঠন ব্যাপক ভূমিকা পালন করে আসছেন। কিছুদিন আগে বন্ধু মহল ব্লাড ডোনার’স অ্যাসোসিয়েশন গাইবান্ধা এর ৫০০ তম ব্লাড ডোনেট উপলক্ষে অত্র সংগঠন কর্তৃক আয়োজিত একটি পুল কনটেস্ট (ফেসবুক পুল প্রতিযোগিতা) এর আয়োজন করা হয়েছিল। এ প্রতিযোগিতায় ৮৫০ এর অধিক ভোটে প্রথম স্থান অর্জন করেছেন গোবিন্দগঞ্জ স্টুডেন্ট কমিউনিটিGSC ব্লাড ব্যাংক। তথ্যসূত্রে আরও জানা যায় যে, উক্ত “পুল কনটেস্ট প্রতিযোগীতায় ৪০টিরও বেশি সংগঠনকে পিছনে ফেলে ৫৫০ এর অধিক ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন গোবিন্দগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি GSC ব্লাড ব্যাংক,দ্বিতীয় স্থান অর্জন করেছেন- আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশন (প্রাপ্য ভোট ৫৫০ এবং ৪৫০ ভোটে তৃতীয় স্থান অর্জন করেছেন ফ্রেন্ডস্ ব্লাড ডোনেট ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভোট গণনা শেষে বিজয়ী সংগঠনগুলো কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন বন্ধুমহল ব্লাড ডোনার’স অ্যাসোসিয়েশন গাইবান্ধা কতৃপক্ষ। গোবিন্দগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি GSC ব্লাড ব্যাংক এর পরিচালক আর এস রাশেদ বলেন আমাদের এ বিজয়ে গোবিন্দগঞ্জের সতর্কমহল ও তরুণ প্রজন্ম স্বেচ্ছাসেবক কাজে আরো বেশি সোচ্চার হয়ে উঠবেন বলে আশা করা যায়। তিনি আরো বলেন অত্র সংগঠনের এই বিজয় শুধুমাত্র গোবিন্দগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি GSC ব্লাড ব্যাংক এর বিজয় নয়! এ বিজয় পুরো গোবিন্দগঞ্জ উপজেলা বাসির বিজয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন