প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

শীতার্তদের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করলেন ছামিউল মেম্বার

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ানের ৬ নং (আসমতপুর) ওয়ার্ডে প্রতিবছরের মতো এবারও অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন উক্ত ওয়ার্ডের মেম্বার ছামিউল ইসলাম। বুধবার (৮ জানু:) সকালে তিনি নিজ বাসভবনে ১১০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এই উপহার তুলে দেন। এ সময় কম্বল হাতে পেয়ে সবাই অনেক খুশি। উক্ত ওয়ার্ডের সুমন নামে একজন বয়স্ক লোক বলেন, কয়েকদিন ধরে খুব শীত। পাতলা একটা সুয়েটার দিয়ে শীত যায় না। কয়েকজন নেতাকে বলেও কোন কাজ হয়নি। আজ এই কম্বল পেয়ে আমার খুব উপকার হয়েছে। ছামিউল ইসলাম বলেন, আমি প্রতিবছরেই চেষ্টা করি অসহায় মানুষে জন্য কিছু না কিছু করার যাতে তারা উপকৃত হয়। কিন্তু এবছর মাত্র ১১ টি কম্বল পেয়েছি। তাই নিজের ওয়ার্ডের মানুষের কথা চিন্তা করে আগামীকাল ও আজ দু’দিনে অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় ২৫০ জন মানুষকে এই শীতে কম্বল উপহার দেয়া চেষ্টা করেছি। তিনি আরও বলেন, শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পেরে আমি অনেক খুশি। এ সময় তার পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন