মোঃ শামীম মিয়া , দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: পশ্চিম চুনিয়া পাড়া চৌরাস্তা জামে মসজিদ ও ইকরা দারুন কোরআন নূরানী মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে 7 জানুয়ারি ২০২৫ মঙ্গলবার 14 তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে l সভাপতি, মো আব্দুল সালাম সাহেব, মুহতামিম দেওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রারাসা l প্রধান অতিথি, জনাব মোঃ আব্দুর রশিদ সাদা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা l প্রধান বক্তা,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফাসসীরে কুরআন হযরত মাওলানা , আব্দুল মান্নান আনসারী সভাপতি, মাজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগ, আলোচক এটিএন বাংলা চ্যানেল 24 ও বাংলা ভিশন l দ্বিতীয় বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসীরে কুরআন হযরত মাওলানা, জাকেরিয়া সভাপতি বাংলাদেশ মাসলিসুল মুসাসসিরিন গাজীপুর জেলা l বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মঞ্জুরুল হক মঞ্জু আহ্বায়ক পৌর বিএনপি দেওয়ানগঞ্জ জামালপুর l মোঃ মঞ্জু হোসেন মঞ্জু আহ্বায়ক যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l মোঃ আলাউদ্দিন আল মামুন সিনিয়র যুগ্ন আহ্বায়ক যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l মো ফারুক আহমেদ সদস্য সচিব পৌর যুবদল , মোঃ জয়নাল আবেদীন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা l মো রাকিবুল হাসান সানি সদস্য সচিব পৌর যুবদল দেওয়ানগঞ্জ l মোঃ ওসমান গনি এক্স টিজিএম রূপালী ব্যাংক, মোঃ মনিরুজ্জামান মনির সুমন জেনারেল ম্যানেজার এনডিটিপিএল l জনাব অ্যাডভোকেট কে এইচ এম আশরাফুল হক খুররম চিকা জানি দেওয়ানগঞ্জ, মোঃ ওয়াজেদ আলী সাবেক সাধারণ সম্পাদক কৃষক দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখা, মো সামিউল হক মন্ডল সাবেক সভাপতি পশ্চিম চুনিয়াপারা চৌরাস্তা জামে মসজিদ l মোহাম্মদ আশরাফুল আলম সাজু ব্যবসায়ী সারিকার ডাইং হাউজ দেওয়ানগঞ্জ বাজার l সার্বিক তত্ত্বাবধানে, আতাউর রহমান আতা সভাপতি পশ্চিম চুয়াপাড়া চৌরাস্তা জামে মসজিদ ও ইকরা দারুন কোরআন নূরানী মাদ্রারাসা কমপ্লেক্স l