প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তানোর বিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

তানোর বিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠিত!
 রাজশাহীর তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এসএসসি (ভোক) নবম শ্রেণি ও এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কলেজ হলরুমে অধ্যক্ষ অসীম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অত্র কলেজ সভাপতি মো. বিল্লাল হোসেন। এসময় অত্র কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএম কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মুকবুল হোসেন ও সাবেক অধ্যক্ষ মো. ইলিয়াস আলী মৃধা প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ইউএনও মো. বিল্লাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি নিজেকে একজন দক্ষ প্রযুক্তি কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকবোধ শক্তি এখন খুব প্রয়োজন। আলোকিত মানুষ হতে হলে আলোর পথে সংগ্রাম করে যেতে হবে। যথাযথ পরিশ্রম করলে সাফল্য অবশ্যই আসবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন