প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার গ্রেপ্তার ২

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এসময় অপহরণকারীদের নিকট থেকে অপহৃত এক নারীকে (২১) উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ওই নারীকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত জাকারিয়া ও মাসুম সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ওই নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/ আটজন তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে ওই নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে সোমবার (৬ জানুয়ারি) তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত/ আটজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন