প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার: সকল প্রস্তুতি শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার, ৭ ই জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে। রোববার ৫ ই জানুয়ারি ২০২৫ খ্রি.রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের দলের স্থায়ী কমিটির সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন।প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সঙ্গে উনার বাসভবনে অবস্থান করেন। পরে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন,আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী,জনগণের সবচেয়ে আদরের নেত্রী চিকিৎসার জন্য ৭ ই জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য এসেছিলাম শুভেচ্ছা জানাতে। মির্জা আলমগীর বলেন,আমরা উনার সঙ্গে আলাপ করেছি,কথা বলেছি। আল্লাহর কাছে এই দোয়া করেছি, উনাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে,দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। বিএনপি মহাসচিব বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশনা দিয়েছেন, সবাইকে একসঙ্গে জনগণের পক্ষে কাজ করার জন্য,গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন