মাটি মামুন , রংপুর: রংপুরে হাত-পা বেঁধে এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) রংপুর সদর উপজেলার সদ্যপস্কনি ইউনিয়নের জানকি ধাপেরহাটের বসুর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাওন (১৫) মিঠাপুকুর উপজেলার আশকরপুর শঠিবাড়ি এলাকার সাহাবুল ইসলামের ছেলে। রংপুর সদর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন জানান, গত রোববার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই আর বাড়ি ফেরেননি শাওন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে, মিঠাপুকুর থানায় মৌখিকভাবে জানায়। এরপর তার মরদেহ ওই পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রংপুর পুলিশ সুপার আবু সাইম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর হাত-পা বেঁধে অটোরিকশা ছিনিয়ে গেছে দুর্বৃত্তরা। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় মামলার প্রস্তুতি ও তদন্ত শুরু হয়েছে।