প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী পৌর নির্বাচনে আবুল কালাম আজাদ মেয়র পদে সম্ভাব্য প্রার্থী

 মো: উজ্জল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধি : আগামী পৌরসভা নির্বাচনে আবুল কালাম আজাদ বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি পলাশবাড়ী পৌরসভা সমাজ সেবক ও যোগ্য নেতা তাই আগামী পৌরসভায় উন্নয়ন মূলক কাজ করা জন্য পলাশবাড়ি পৌর শহরে তার বিকল্প কেউ নাই। আবুল কালাম আজাদ জনগণের পাশে থেকে কাজ করতে চায়, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আগামীতে পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রাথী হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি চলমান রেখেছেন মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ। মানুষ হিসেবে তার সামাজিক ও রাজনৈতিকভাবে সমগ্র পলাশবাড়ী উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে ব্যাপক পরিচিত রয়েছেন। তিনি সমাজসেবক কর্মকান্ডের সাথে দীর্ঘদিন ধরে নিজেকে রেখেছেন সস্পর্ক পাশাপাশি তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ ত্যাগী নেতা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির। পলাশবাড়ী পৌর শাখা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যেই তার একটা ব্যক্তি ইমেজ তৈরি হয়েছেন বলে জানা যায়। আবুল কালাম আজাদ গরীব দু:খী মা বোনদের দুঃখ বেদনা দূর করতে চায়, তার জীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পর্ক। সে একজন উচ্চশিক্ষিত সৎ যোগ্য ও ভালো মনের মানুষ তার একটা ব্যক্তি ইমেজ রয়েছেন সর্বমহলে যে কারণে আগামী পৌর নির্বাচনে পৌর মেয়র পদ প্রার্থী ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন আবুল কালাম আজাদ। তিনি পলাশবাড়ী পৌর এলাকার সর্ব বিষয়ে অবগত, তার মধ্যে প্রয়োজনীয় উন্নতি করার যথেষ্ট সুযোগ রয়েছে,শুধুমাত্র সদিচ্ছার প্রতিফলনে সমযোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মধ্যদিয়ে উন্নতি এবং আগামী প্রজন্মের জন্য মডেল পৌরসভা গড়ার সম্ভব। তিনি বলেন আপনাদের পৌরশহর আপনাদের সিদ্ধান্তেই এগিয়ে যাবে, নতুন প্রজম্ন চিন্তা চেতনাকে মূল্যদিয়ে পৌরসভা ৯টি ওয়ার্ডে মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে দৃশ্যমান সমান উন্নয়নের লক্ষ্যে নির্ধারণ করা হবে। তিনি আরো বলেন, নির্বাচন হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভার শিক্ষা বিস্তার, মাদকমুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবারের পানি সু- ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নতি কর্মকান্ড গ্রহনের মাধ্যমে পলাশবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নতি করব ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে তার কোন চাওয়া পাওয়া নাই। তিনি পৌরবাসীসহ দলমত নির্বিশেষে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশি করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন