প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাংশায় খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা

পাংশায় খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে মানবিক সংগঠন এক কাপ চা
মানব সেবায় অঙ্গীকারাবদ্ধ আমরা” এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু করে তৃতীয়বারের মতো খাদ্য সহায়তা ও হুইল চেয়ার বিতরণ করেছে অরাজনৈতিক মানবিক সংগঠন এক কাপ চা। সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মহান ব্রত নিয়ে এই সংগঠনটি কাজ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীরকে একটি হুইল চেয়ার এবং ৮টি অসচ্ছল অসহায় পরিবারের এক মাসের খাদ্য সামগ্রী চাল ডাল তেল লবণ হলুদ প্রদান করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, সদস্য ডাঃ ফজলে রাব্বী, সদস্য ডাঃ মোঃ এনামুল হক, সদস্য পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সমাজসেবক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবিরসহ এক কাপ চা পরিবারের অন্যান্য সদস্য। উল্লেখ্য, সংগঠনের সদস্যদের প্রতিদিনের এক কাপ চা এর সমমূল্যের টাকা ফাউন্ডে জমা করে। সে জমাকৃত টাকা থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন