প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর নিয়ামতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী

আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টার: নওগাঁর নিয়ামতপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য  ছালেক চৌধুরীর উদ্যেগে ৩০।১২।২৪ইং সোমবার  বৈকাল ৩.০০ ঘটিকায় দরিদ্র মানুষের  মাঝে কম্বল ও তারেক রহমানের ৩১দফা রাষ্ট কাঠামো মেরামতের  লিফলেট   বিতরণ করেন ।মেহেদী হাসান এর সঞ্চালনায়,  সভাপতিত্ব করেন শামীম রেজা চৌধুরী(বাদশা)বেশ কয়েক দিন থেকে  নওগাঁর নিয়ামতপুরে উত্তরাঞ্চলে তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে বিএনপি সাবেক সংসদ সদস্য  ছালেক চৌধুরী । দেশের মানুষের একমাত্র আস্থার দল জাতীয়তাবাদী বিএনপি দল। আর বিএনপির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৪নং নিয়ামতপুর সদর  ইউনিয়নের ৯টি অডের মনুষের জন্য  ৯০০ পিচ কম্বল বিতরণ করা হয়।আজ সোমবার  বিকেলে নং৪ নিয়ামত পুর সদর ইউনিয়নের অডিটোরিয়ামের সামনে  বিএনপির পক্ষ থেকে  ৯০০ পিচ কম্বল  শীর্তাত মানুষদের মাঝে বিতরণ করা  হয়। বিএনপির পক্ষ হতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য  ছালেক চৌধুরী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিআরডিপির চেয়ারম্যান ,আব্দুর রহমান (বাবু), মঞ্জুর রহমান,  আরিফুল ইসলাম চৌধুরী, সবুজ চৌধুরী, মাসুদ চৌধুরী,মেহেদী হাসান , মেহেদী হাসান (রানা),মাসুদ রানা  এছাড়া ও বিএনপির নির্যাতিত নেতাকর্মী প্রমুখ  । নিয়ামতপুর  ইউনিয়নের অসহায় মানুষ কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি করে বলেন, ‘তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় যখন কাহিল এই সময়ে বিএনপির  কম্বল বিতরণ  আমাদের খুব উপকার করল,আমারা এই ভালো কাজের জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই ।এই শীতে কম্বল পেয়ে একটু আরামে ঘুমাতে পারব। আল্লাহ যেন বিএনপি দলকে  ভালো রাখেন ।  অন্যদিকে স্থানীয়রা জানান, বিএনপির  মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষ ও ছিন্নমূলদের পাশে দাঁড়ানো উচিত। মহতী উদ্যোগের জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান।কনকনে ঠাণ্ডা আর ঘনকুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি স্থানীয় গরীব মানুষরা।তাই শীতার্ত মানুষেরা বলেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির দলের সাবেক সংসদ সদস্য  ছালেক চৌধুরী   দীর্ঘদিন থেকে ভালো কাজ করে আসছে, শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে। এই ভালো উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছেন। ভাল কাজের উদ্যোগ অব্যাহত রাখলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন