প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় তিস্তা নদীর বালু অবৈধভাবে উত্তোলনের দায়ে -১’জন আটক

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় তিস্তা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের ২ টি ডাবল সেলেন্ডার মেশিন ( পাম্প সংযুক্ত) জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় আটককৃত দুলু মিয়া নামে ওই ব্যক্তিকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।সোমবার (৩০ ডিসেম্বর ) বিকেলে অভিযান শেষে এ সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকায় শৌলমারী ইউনিয়নের দেওয়ানীপাড়া নামক স্হানের পাশে তিস্তা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এ খবর পেয়ে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত উপজেলার শৌলমারী ইউনিয়নের গোপালগঞ্জ চড় ভরট এলাকার ইসলাম উদ্দীনের ছেলে দুলু মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।এসময় দুটি মেশিন জব্দ করা হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,তিস্তা নদীসহ উপজেলার সকল নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন