প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কুষ্টিয়াসহ দেশবাসীকে নতুন বছরের “শুভেচ্ছা” ও “অভিনন্দন”

মোঃ “মুকুল হোসেন” “(স্টাফ রিপোর্টার )” “আসসালামু আলাইকুম” কুষ্টিয়াসহ দেশবাসীকে নতুন বছরের “শুভেচ্ছা” ও “অভিনন্দন” জানাচ্ছি। “(Happy New Year)”…”2025” নতুন বছরে আপনাদের প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন। বর্ণময়তায় ভরে উঠুক আপনাদের জীবনের প্রতিটি অধ্যায়। “নতুন বছর”, “নতুন ভাবে”, “নতুন সাজে”, “নতুন কাজে”, “নতুন আনন্দে”, “নতুন ভালবাসায়”, “নতুন সম্ভাবনায়”, “নতুনত্ত ছুয়ে যাক আপনাদের সবার হৃদয়”,”সাফল্য ও সৌভাগ্য” সর্বদা ঘিরে থাক আপনাদের সবার জীবন। নতুন বছর আপনাদের জন্য নিয়ে আসুক অনেক অনেক “খুশি”,সেই খুশিতে ভরে উঠুক সকল “বিশ্ববাসী”। আপনারা সবাই ভালো থাকেন এই “কামনা” করি। আবার আসলো জানুয়ারি মাস গরমের অবসানে,”নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো সকলের প্রানে” । মনের সকল গ্লানি ভুলে জীবন গড়ুন নতুন ভাবে। “রং” বে “রঙে” সাজছে জাতি,ডাক ঢোলের ছড়াছড়ি । জীবনে আসুক নতুন প্রিতি সুখে গড়ুন “জীবনটি” । আগামী বছরটি আপনাদের জীবনে যেন পৃথিবীর যাবতীয় খুশি নিয়ে আসে। “সুখ”, “শান্তি” ও “স্বাচ্ছন্দে” কাটুক আপনাদের আরো একটি বছর। “Happy New Year”…”2025” “””শুভেচ্ছান্তে”””, মোঃ”মুকুল হোসেন পেশাঃ- গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন