প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

 হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার সকল ধর্মাবলম্বীগণের উপস্থিতিতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) হরিপুর থানা এর আয়োজনে “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এ সময় তিনি বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম আমরা এ বাংলাদেশের নাগরিক তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই। হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন , বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ,বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল , মাওলানা আবুল হোসেন, পাইলট মহানী সভাপতি খ্রিষ্টান। সমাবেশে হরিপুর উপজেলার সকল ধর্মাবলম্বীরা র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিতি ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন