প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পত্নীতলায় নসিমন-করিমনের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর পত্নীতলায় নসিমন ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু। স্থানীয় সূত্রে জানা যায় আজ সোমবার রাত সন্ধ্যায় পাহাড়কাটা (ধলাহার) গ্রামের বাসিন্দা ডাক্তার মোঃ রবিউল ইসলাম ঘোষনগর মোড়ে থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন গগনপুর সরদার মোড়ের একটু আগে পৌঁছালে তার মোবাইলে কল আসায় রাস্তার পাশে মোটরসাইকেল সাইড করে কথা বলছিলেন, পিছন থেকে একটি নছিমন ভুটভুটি ধাক্কা দেয় এবং তিনি রাস্তায় পড়ে যান ও ভুটভুটির চাকা বুকের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন