প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের আর্থিক অনুদান ও শিক্ষা সামগ্রী বিতরণ

মো: মাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়িতে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান ও শিক্ষা সামগ্রী (খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার ও কাটার) বিতরণ করেছে স্থানীয় দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা কর্তৃপক্ষ। ৩০ ডিসেম্বর সোমবার জেলা শহরের কোর্ট মসজিদ মার্কেটস্থ পত্রিকার অফিস কক্ষে এসব বিতরণ অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক মো: জুলহাস উদ্দিন বলেন, খাগড়াছড়ি থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণ কাজ করে চলছে।’’ অস্বচ্ছল শিক্ষার্থীরা আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ পেয়ে উল্লসিত। শিক্ষার্থী ঞাজেরী মারমা, চিংসামং মারমা, মাহিমা হোসেন পাপড়ি ও সুমাইয়া আক্তার বলেন, নগদ টাকা আমাদের ভর্তি ও পোষাক তৈরিতে সহায়ক হবে এবং খাতা, কলম, পেন্সিল, স্কেল, রাবার ও কাটার এই শিক্ষা সামগ্রী গুলোও আমাদের উপকারে আসবে। আমাদের শিক্ষা জীবনে কোনদিন কাহারো নিকট থেকে এমন কোন সহায়তা পাইনি। আমাদের অনেকেরেই বাবা নেই। অভাব অনটনে আমাদের সংসার চলে। সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া এবং সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা, মো: শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ, বকুল বিকাশ চাকমা প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন