প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রংপুর পার্কমোড়ে পিস্তল সহ তরুণ তরুণী আটক

 মাটি মামুন , রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড় হতে পিস্তল সহ ২ তরুণ ও ২ তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার (৩০শে ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ তদের একটি প্রাইভেট কার সহ আটক করে পরে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, দুই তরুণীর এক জনের নাম তাসনিম স্বর্গ তার বাসা ধাপ কটকিপাড়া ও আর একজন লালমনিরহাট হাতীবান্ধা থানার সাদিয়া তার বর্তমান ঠিকানা রংপুর কলেজপাড়া। তরুণদ্বয় হারুনউর রশিদ মেহেদি পিতাঃ আতাউর রহমান ঠিকানা সুন্দরগঞ্জ গাইবান্ধা ও একই এলাকার কাওসার আহমেদ পিতা সোলায়মান আলী। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্‌ আলম সরকার জানান, পিস্তলটি আসল না নকল তা আমরা খতিয়ে দেখছি তার সাথে এই তরুণদ্বয় অন্যকোন অপরাধের সাথে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন