প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আরএমপি’র কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শন করলেন আরএমপি’র পুলিশ কমিশনার

মোঃ আফতাবুল আলমঃ আজ ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ রবিবার সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আরএমপি’র কেন্দ্রীয় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন। এসময় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ফোর্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষণ বানার্জী পুলিশ কমিশনার কে স্বাগত জানান এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মো: রুবেল হকের নেতৃত্বে আরএমপি’র একটি চৌকস দল পুলিশ কমিশনার কে গার্ড অব অনার প্রদান করেন।এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস) জনাব মো: নাছির উদ্দিন যুবায়ের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব সালমা সুলতানা আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন