প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

রাজৈরে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজৈর বাজারের বালিকা উচ্চবিদ্যালয়ের মার্কেটে বিএনপির সাধারণ সম্পাদকের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সংগ্রামী নেতা কাজী জাহিদুর রহমান লেবু । তিনি বলেন, আমি ২০০৫ সালে মান্নান বেপারী ও নুর ইসলাম গংদের নিকট থেকে বি আর এস রেকর্ড মূলে রাজৈর বাজারের ৭৯ নং রাজৈর মৌজায় ৬৭০০ দাগের ১২ শতাংশ জায়গা ক্রয় করি। পরবর্তীতে ২০১৬ সালে উক্ত ওয়ারিশগন ও আইনজীবী উপস্থিত থেকে আমাকে জায়গা বুঝিয়ে দেয় এবং আমি নামজারি করে জায়গা দখল নেই। আমার জায়গার ভাড়াটিয়া গিয়াসউদ্দিন বেপারী প্রভাবশালী আওয়ামী লীগের নেতা হওয়ায় আমাকে তো ভাড়া দেয়নি বরং মারার হুমকি দিয়ে আসছে দীর্ঘদিন এমতাবস্থায় আমি থানায় অভিযোগ করি। কিন্তু দুংখের বিষয় গতকাল আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার মানহানি করায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জায়গার পূর্বের মালিক মান্নান বেপারী ও নূর ইসলাম বেপারী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন