প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

গাড়াগ্রাম “উন্নতি সমবায় সমিতি” এর উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজাদ হোসেন আওলাদ মিয়ার : আর্তের সেবায় আমরা একটি পরিবার এই স্লোগানকে ধারন করে নীলফামারী কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের “উন্নতি সমবায় সমিতি” এর উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা। বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উন্নতি সমবায় সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। উন্নতি সমবায় সমিতির পরিচালনা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় সহকারী অডিট অফিসার রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি সাধন রায়,কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক রিপন মোহন্ত, সাধারণ সম্পাদক দেবাশীষ মহন্ত, প্রচার সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায় এবং স্বপন চন্দ্র রায়, কার্যকরী সদস্য: আশুতোষ গোস্বামী, জনক সরকার, দীপ্ত মোহন্ত, ভোলানাথ রায়, সাথী রানী, কাজল মহন্ত, মৌ রানী, সুমন চন্দ্র, আরতী রানী, সুশান্ত রায় প্রমুখ।সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও কোষাধ্যক্ষ রিপন মোহন্ত বলেন ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।আপনাদের ভালোবাসা নিয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবে আমাদের এই সমবায় সমিতি। আমরা শুধু জনগণের সেবামূলক কাজ চালিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন