সিংড়ায় বর্নিল আয়োজনে আওয়ামী শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নাটোরের সিংড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় সিংড়া উপজেলা পৌর ও ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে সিংড়া বাস স্ট্যান্ড থেকে এক বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। র্যালীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। পরে শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরুতেই বঙ্গবন্ধুসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন ও পৌর শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা সেন্টুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ৮ নং শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফল হাবিব রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পৌর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।