প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর সাবেক এমপি পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

 মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর পলাশের যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী-২ আসন পলাশের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৩ ডিসেম্বর ২০২৪ ইং সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতে রাস্ট্র পক্ষের শুনানি শেষে  ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। এসময় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। আদালত সূত্রে জানা যায়,  মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করিলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে কারাগারে পাঠায় আদালত।উল্লেখ্য,গত বছর ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ মামলার ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যার মামলা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন