এ এস এম সাদেকুল ইসলাম:
ধর্মের বোলিতে ধার্মিক বনে না কর্ম ও বিশ্বাসে ধার্মিক হয়,
ভন্ডরা করে ধর্মের ব্যবসা ধর্মভীরুরা তা কভু নয়।
সুন্নি পোষাকে ছোবল হানে নবীর আদর্শের অপমান,
কথায় কাজে কপটতা খতনা দিয়ে মুসলমান।
এক আল্লাহতে পূর্ণ ঈমান শ্রেষ্ঠ মুসলিম তারে কয়,
জীবন ধারার সকল খাতে মনে ধরে আল্লাহর ভয়।
পরের তরে সদা ভাবে মুক্তির তরে মেহনত,
অহিংস নীতি মানে রাখে সবার সনে সহবত।
ধোঁকা খায় না ধোঁকা দেয় না সত্য বলে সর্বক্ষণ,
হাজার শতক কষ্ট হলেও ধৈর্য্যে রাখে দৃঢ় মন।
কারো ক্ষতি সয় না কভু সকল সৃষ্টির কল্যাণ চায়,
এমন গুণের মানুষ আসুক বিধ্বস্ত এই দুনিয়ায়।