প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সেচ্ছাসেবী মিলনমেলা ও ফ্রি ব্লাড ক্যাম্পিং: সূর্য সৈনিক ব্লাড ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ সেচ্ছাসেবার অঙ্গনে আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে সূর্য সৈনিক ব্লাড ফাউন্ডেশন। সম্প্রতি তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য আয়োজন—সেচ্ছাসেবী মিলনমেলা ও ফ্রি ব্লাড ক্যাম্পিং।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য:
মূলত, মানবতার সেবায় নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবীদের মধ্যে একাত্মতা সৃষ্টি করা এবং রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ছিল এই মিলনমেলার প্রধান লক্ষ্য।

ফ্রি ব্লাড ক্যাম্পিং:
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্রি ব্লাড ক্যাম্পিং, যেখানে বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়াও, রক্তদাতাদের একটি তালিকা প্রস্তুত করা হয়, যা ভবিষ্যতে রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত সরবরাহ নিশ্চিত করবে।

অনুষ্ঠানের বিশেষ দিক:
১. সেচ্ছাসেবীদের আইডি কার্ড প্রদান: সেচ্ছাসেবার মাধ্যমে সমাজে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের আইডি কার্ড ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়।
২. টি-শার্ট বিতরণঃ অনুষ্ঠানে উপস্থিত সকল সেচ্ছাসেবীকে সংগঠনের পক্ষ থেকে টি-শার্ট বিতরণ করা হয়
৩. উদ্যোক্তাদের বার্তা: সূর্য সৈনিক ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, “রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো একটি পবিত্র দায়িত্ব। আমাদের লক্ষ্য, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবন রক্ষায় ভূমিকা রাখা

উপস্থিত সবার অনুভূতি:
আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে তারা গর্বিত। রক্তদানকারীরা মনে করেন, মানবসেবার এমন উদ্যোগ সমাজকে আরও সুন্দর করতে ভূমিকা রাখবে।

এই আয়োজন সূর্য সৈনিক ব্লাড ফাউন্ডেশনের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, যা অন্যদেরও সেচ্ছাসেবার প্রতি অনুপ্রাণিত করবে। মানবসেবার এমন কার্যক্রম আগামীতেও নিয়মিত আয়োজন করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন