প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাজৈরে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুরের রাজৈরে শিক্ষার্থী, শ্রমিক, পরিবহন মালিক, চালক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সাথে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে পরামর্শমূলক আলোচনার জন্য মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাধুরব্রিজ ফাঁড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে বেপরোয়া থ্রি-হুইলার চলাচলা, মহাসড়কের উপর ইজিবাইকের স্ট্যান্ড, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে বালু ব্যবসা এবং বেপরোয়া গতিতে বাস চালানোকে বেশি দায়ী করা হয়।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর রিজিয়ন হাইওয়ে সার্কেলের এএসপি মারুফ হোসেন, মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, মাদারীপুর বাস মালিক সমিতির নেতা তুষু খন্দকার, টেকেরহাট মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ একরাম হোসেন, বিএনপি নেতা গাউছ উর রহমানসহ শিক্ষার্থী, পরিবহন মালিক, চালক, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন