প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ন‌ওগাঁর আত্রাইয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সামসুজ্জামান সেন্টু আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০ টার‌ সময় উপজেলার আহ্সানগঞ্জ পুরাতন রেল স্টেশন গণকবরে চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা,যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান,ইউনিয়ন চেয়ারম্যান নাজিমুদ্দিন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি,আগ্ৰগতি এবং শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ শহিদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন