প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর নিয়ামতপুরে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আনোয়ার হোসেন ,স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার  সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এর সভাপতিত্বে , সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজাউল করিম । এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানা  অফিসার ইনচার্জ হাবিবুর রহমানউপজেলা  প্রাণীসম্পদ অফিসার আব্দুল লতিফ,উপজেলা  তথ্য অফিসার রাসেল রানা ,বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান (বাবু) নিয়ামত পুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ ,সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান তিনি বলেন,১৯৭১সালে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের কে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল, তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশ কে মেধাশূন্য করে দিতে চেয়েছিলেন, কিন্তু তা করতে পারে নাই । আমরা বুদ্ধিজীবীদের স্মরণ করব । দিবসটি উপলক্ষে নিয়ামত পুর  উপজেলা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন