প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

৫৯ বিজিবির অভিযানে শিয়ালমারা সীমান্তে ৩৯৪ বোতল ফেন্সিডিল আটক

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ : ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক রাত ০৩০০ ঘটিকার পর ৫৯ বিজিবি এর অধীনস্থ শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় চোরাকারবারীরা ভারত হতে আনায়নকৃত ফেন্সিডিল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহনের উদ্দেশ্যে শিয়ালমারা গ্রামের জনৈক সইমুদ্দিন এর বাঁশ বাগানে বস্তায় ভরে জড়ো করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এপ্রেক্ষিতে শিয়ালমারা বিওপিতে কর্মরত নায়েক সিগঃ মোঃ নুরুল হোদা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার অর্ন্তগত শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের জনৈক মোঃ সইমুদ্দির এর বাঁশ বাগানে অভিযান পরিচালনা করে আনুমানিক ভোর ০৪৩৫ ঘটিকায় বাঁশ বাগান হতে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিল জিডি করতঃ শিবগঞ্জ থানায় জমা করা হবে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন