প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বাজার থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোত্তালিব আকন্দ নামক যুবক আটক

এম টি আই আহাদ মাহমুদ,নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের মোঃ রুহুল আমিন আকন্দ এর পুত্র এই মোত্তালিব। গোপন সূত্রে জানা যায় যে, এই মোত্তালিব আকন্দ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইয়াবা গাঁজা, ফেনসিডিল সহ বিভিন্ন মাদক কারবারীর ডিলার হিসেবেও তাকে চেনে গ্রামবাসী। এমনকি একজন পেশাদার মাদক ক্রেতা এবং বিক্রেতা ও সেবনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় একাধিকবার গ্রাম্য বৈঠক হয়েছে তাকে নিয়ে এবং গ্রামশালিসে মাফ চেয়ে মাদক মাদককারবারী থেকে বিরত থাকার প্রতিজ্ঞাও করেছিলেন একাধিকবার। তবে থেমে থাকেনি তার মাদক কারবারীর কার্যক্রম। সর্বশেষ আজ ১১ ডিসেম্বর (বুধবার) মুঠোফোন যোগে তথ্য পাওয়া যায় যে আজ বিকাল আনুমানিক ৫ ঘটিকায় গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বাজার নামক এক স্থান থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেছেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বাজার থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোত্তালিব আকন্দ নামক যুবক আটক এম টি আই আহাদ মাহমুদঃ নিজস্ব প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের মোঃ রুহুল আমিন আকন্দ এর পুত্র এই মোত্তালিব। গোপন সূত্রে জানা যায় যে, এই মোত্তালিব আকন্দ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইয়াবা গাঁজা, ফেনসিডিল সহ বিভিন্ন মাদক কারবারীর ডিলার হিসেবেও তাকে চেনে গ্রামবাসী। এমনকি একজন পেশাদার মাদক ক্রেতা এবং বিক্রেতা ও সেবনকারী হিসেবে চিহ্নিত হওয়ায় একাধিকবার গ্রাম্য বৈঠক হয়েছে তাকে নিয়ে এবং গ্রামশালিসে মাফ চেয়ে মাদক মাদককারবারী থেকে বিরত থাকার প্রতিজ্ঞাও করেছিলেন একাধিকবার। তবে থেমে থাকেনি তার মাদক কারবারীর কার্যক্রম। সর্বশেষ আজ ১১ ডিসেম্বর (বুধবার) মুঠোফোন যোগে তথ্য পাওয়া যায় যে আজ বিকাল আনুমানিক ৫ ঘটিকায় গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বাজার নামক এক স্থান থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেছেন গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অতঃপর বিষয় টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল আহমেদ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন