প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ধর্মীয় দাঙ্গা সৃষ্টির প্রয়াসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় দাঙ্গা সৃষ্ঠির প্রয়াসে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা ও স্থানীয় সকল ধর্মাবল্বীদের আয়োজনে এক সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ ডিসেম্বর বুধবার) দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ থানা মোড় চৌমাথায় অনুষ্ঠিত সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয় হিন্দু, বৌদ্ধ , খৃষ্টান কল্যান ফন্টের নেতৃবৃন্দ এবং বি এন পি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মাবল্বীরা মিলে মিশে বসবাস করে। আমরা ধর্মীয় কৃষ্টি কালচারে এক ধর্মের প্রতি অন্য ধর্মাবল্লীরা মিলে মিশে উৎসব পালন করে থাকি। এ দেশের ধর্মীয় বিভেদ সৃষ্টি করার জন্য বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বি এন পি’র আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বি এন পি’র আহবায়ক রবিউল কবির মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার রিমন কুমার তালুকদার, হিন্দু , বৌদ্ধ ও খৃষ্টান কল্যান ফন্টের আহবায়ক দেবাশীষ চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, খৃষ্টান নেত্রী এ্যামিলি হেব্রম, শিক্ষিকা তনু রায়, গীতা রানী প্রমুখ। সমাবেশ ও আলোচনা শেষে একটি সম্প্রীতির র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন