প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ সাগর সরকার পলাশবাড়ীঃ জাতীয়তাবাদি ছাত্রদল গাইবান্ধা জেলার পলাশবাড়ী সরকারি কলেজ ও পলাশবাড়ী আদর্শ কলেজ শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডে বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপিড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে পলাশবাড়ী সরকারি কলেজ ও পলাশবাড়ী আদর্শ কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির,সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেজবাহ আহম্মেদ প্রান্ত, রায়হান আহমেদ সরকার, ১ নং কিশোরীগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম সহ পলাশবাড়ী সরকারি কলেজ আদর্শ কলেজ পলাশবাড়ী উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।বক্তারা, বিগত সরকারের সময়ে গুম কৃত নেতাকর্মীর মুক্তি ও সকল নিপিড়ন নির্যাতন, গুম,হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের যথাযথ বিচার ও শাস্তির দাবী জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন