প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুর-সারাইগাছি আঞ্চলিক মহাসড়কে পার্শ্বে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা (৩২) এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মহাদেবপুর-সরাইগাছী আঞ্চলিক মহাসড়কের খাজুর দক্ষিণওড়া গ্রামের পাশে ঝোপের আড়াল থেকে মরদেটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে বিস্কুট কালারের পাজামা, সাদা-কালো প্রিন্টের জামা ও হলুদ রঙের ওড়না ছিল। তার গলায় বেশ কয়েটি ক্ষত চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহটি ওই স্থানে ফেলে গেছে। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় বেশ কয়েকটি ক্ষত চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন