প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন সংলগ্নে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে অদ্য ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিচয় এখনো জানা যায়নি , তবে রেলওয়ে পুলিশ পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছেন।ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের ধাক্কায় এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। লাশ উদ্ধারের সময় তার পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার।স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন নজরে আসলে মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন