প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস ২০২ পালন ও জয়ীতাদের সংবর্ধনা দিবস অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: ৯ই ডিসেম্বর সোমবার নওগাঁর নিয়ামতপুরে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংশতামুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।হ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১১ টার দিকে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ মেহেদী হাসান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন প্রমূখ।আলোচনা সভায় নারীর প্রতি সহনশীল হয়ে সমতার ভিত্তিতে বাংলাদেশ গঠনে নারী-পুরুষৃ একহয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী তালিকায় মনিরা খাতুন, সফল জননী তালিকায় মমতাজ বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তালিকায় জান্নাতুল ফেরদৌসকে জয়ীতা পুরষ্কার তুলে দেন অতিথিরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন