প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান।
 আশিক হাসান সীমান্ত ঢাকা আজ ১২-১০-২০২৩ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে ভেজাল ও নকল পণ্য, আমদানিকৃত পণ্য, শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ, নিষিদ্ধ কসমেটিকস, রেস্টুরেন্ট তদারকিসহ স্যালাইন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার অভিযান পরিচালনা করা হয়। আজ ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। আজ সারাদেশে ৪৩টি টিম কর্তৃক ৪৮টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৭৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪,২৮,৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ণিত তদারকি কার্যক্রমসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন