প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কালিহাতী এবং ঘাটাইলে ব্যাপক সুনাম অর্জন করেছেন:’সাদিক কিচেন’

শুভ সাহা: ঐতিহ্যবাহী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌর এলাকার ফটিকজানি নদীস্থ ব্রীজের পাশে সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে মনোমুগ্ধকর অত্যাধুনিক এবং নান্দনিক সৌন্দর্যমন্ডিত ঘরোয়া প্রতিষ্ঠান ‘সাদিক কিচেন’।উক্ত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শিবলী সাদিক রহমান,জাতীয় দৈনিক গণতদন্তকে জানান, এখানে মনোরম পরিবেশে যত্ন সহকারে যাবতীয় দেশীয় পন্য ব্যবহার করে উন্নত মানের স্বাস্থ্য সম্মত এবং লোভনীয় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুত করা হয়ে থাকে। স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এ প্রতিষ্ঠানটি।সরজমিনে ঘুরে জানা গেছে,দীর্ঘ সময় যাবৎ সুনামের সহিত কার্যক্রম পরিচালনা করে আসছে সাদিক কিচেনের স্বত্বাধিকারী শিবলী সাদিক রহমান।এতে করে কালিহাতী এবং ঘাটাইল অঞ্চলের সীমান্তবর্তী এলাকার উত্তর বেতডোবা এবং হামিদপুর অঞ্চল ব্যাপক সুখ্যাতি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন