প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগের সভাপতি গ্রেফতার

মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন কে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। ৮ ডিসেম্বর রাতে রাজধানী ঢাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত ওসি লাইছুর রহমান জানান ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।তাকে নিয়ে আসার জন্য পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন