প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে সংবাদকর্মী পুলিশ সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে ওসি মহোদয়ের রাত্রিভোজের আয়োজন

 বিশেষ প্রতিবেদনঃ এম টি আই আহাদ মাহমুদ জনস্বার্থে সাংবাদিকতা” সাংবাদিকতাই সচেতনতা” একেকজন সংবাদকর্মী/গণমাধ্যম কর্মী অথবা সাংবাদিক যেটাই বলেন না কেন তারা নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের লক্ষে দেশ ও বিশ্বের সকল তথ্য গণমাধ্যমে প্রকাশ করতে যেমন ব্যস্ত থাকে ঠিক তেমনই দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখেন বাংলাদেশ পুলিশ। একজন সাংবাদিক যেমন দেশ ও দশের কথা গণমাধ্যমে তুলে ধরে ঠিক তেমনি বাংলাদেশ পুলিশ ও দিন-রাত ২৪ ঘন্টা দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকে। বাংলাদেশ পুলিশ ও সংবাদকর্মীরা নিজেদের পেশাগত দায়িত্ব পালনের জন্য বাইরে ঘোরাফেরার খুব একটা সময় বা সুযোগ পান না। তবে এই শীতের আগমন মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর আস্থাভাজন ব্যক্তিত্ব গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এফ কে, বুলবুল আহমেদ মহোদয় গত ৮ নভেম্বর (রবিবার) গোবিন্দগঞ্জের সকল সাংবাদিক,পুলিশ সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখা শিক্ষার্থীদের নিয়ে একটি রাত্রিভোজের আয়োজন করেন। যার ফলে সাংবাদিকের একতাবদ্ধতা, ও পুলিশ সদস্যদের কার্যতক্ষতায় ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন বুলবুল আহমেদ মহোদয়। তিনি আরও বলেন গোবিন্দগঞ্জ উপজেলা একটি বৃহত্তম উপজেলা এমনকি উত্তরবঙ্গের একটি জেলার প্রবেশদ্বার ও বলা হয় এই গোবিন্দগঞ্জ উপজেলা কে আর এই উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১৮ টি সেক্টরের আইন-শৃঙ্খলা রক্ষায় সব সময় নিয়োজিত আছে বাংলাদেশ পুলিশ এবং গোবিন্দগঞ্জের সংবাদ কর্মীরাও আমাদের সকল কার্যক্রমে সহযোগিতা করে থাকেন। তাই আজ সকল সংবাদ কর্মী শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের নিয়ে এই রাত্রিভোজের আয়োজন করা হয়েছে। পরিশেষে গোবিন্দগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন গোবিন্দগঞ্জের সর্বস্তরের জনতার প্রতি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন