প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহীর সভাপতি হিকল,সম্পাদক শরিফ

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা কর্তৃক আয়োজিত সাধারণ সভা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আমিনুর রহমান।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতিবৃন্দ আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, আবু মোত্তালেব (লিলু) ও শাহানুর আলম (টিয়া) এবং অর্থ সম্পাদক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিএফএ’র সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নওগাঁ জেলা বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শফিউল রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ রাজশাহী জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে আগত বিএডিসি নিবন্ধিত বীজ ডিলারবৃন্দ। ২য় পর্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর ও গঠনতন্ত্র মোতাবেক তিনজন নির্বাচন কমিশনার কে দায়িত্ব অর্পণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শফিকুল আলম (সমাপ্ত) এবং সহ নির্বাচন কমিশনার ফজলুর রহমান ও ওসমান আলী। সকল ডিলারদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাবিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি সকল ডিলারের উদ্দেশ্যে উপস্থাপন করেন এবং মতামত জানতে চাইলে উপস্থিত সকলে মাহফুজুল হাসনাইন (হিকল) কে সভাপতি এবং শরিফ উদ্দিন মুন্সীকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি উপস্থিত সকলের কণ্ঠ ভোটে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মেয়াদ কাল ২০২৫- ২০২৬ সাল পর্যন্ত সর্ব সম্মতিতে গৃহিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন