প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লাকসাম প্রেস ক্লাবের জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ৩৯ বছর পেরিয়ে ৪০ বছর পদার্পণ উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে দিনব‍্যাপী আয়োজনের প্রথমে সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি-ক‍্যাপ ও নারী সাংবাদিকদের বোরকা-ক‍্যাপ বিতরণ করা হয়। এসময় একটি বর্ণাঢ্য র‍্যালী লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এরপর কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয় এবং পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় লাকসাম প্রেস ক্লাবের নতুন লগো উম্মোচন করেন প্রেস ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস‍্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস‍্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ মো. নুরুল আলম, আবদুল মান্নান মজুমদার, নাজমুল হাসান, হামিদুল ইসলাম, জিল্লুর রহমান, আবদুল মালেক হিরণ, দেলোয়ার হোসেন মনির, নাজমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেয়ে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন