প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চর মাগুরীহাট শাকিলহু জনৈক কুদ্দুস মিয়ার বসতবাড়ীর দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯ জন

 দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধিঃআমি সহ আমার ভাই ভাতিজাগন কৃষিকাজ করিয়া জীবিকা নির্বাহ করি l এবং সহজ সরল জীবন যাপন করি l কিন্তু আমাদের গোষ্ঠীগত লোক উল্লেখিত আমাদের কৃষি জমির ওপর অন্যায় ভাবে লোভ কোরিয়া বারবার আমাদেরকে আক্রান্ত কোরিয়া আসিতেছে l যাহার বিষয়ে আমরা গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিভিন্ন দপ্তরে নালিশ করি l স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে নালিশ বৈঠক আয়োজন সিদ্ধান্ত গ্রহণ করে l কিন্তু গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত অগ্রাহ্য করিয়া আমাদের লোকজনকে অন্যায় ভাবে খারাপি করার পরিকল্পনা শুরু করে আমাদের বাড়িতে আসিয়া আমাদেরকে বিরোধীয় সম্পত্তি বুঝিয়া দেওয়া হইবে বলিয়া ঘটনাস্থলে ডাকিয়া নিয়া যায় l বৈঠকে যাওয়ার পর কথা কাটাকাটি এরপর দুই গ্রুপে সংঘর্ষ হয় l সংঘর্ষ হবার পরে নয় নয় জনকে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় l এর পর রোগী বেশি সিরিয়াস হলে ৫ জনকে জামালপুরে এপার করে দেয় l এরপর রোগীগণ জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় l

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন