প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াইল জেলা মসৎজীবী লীগের সহসভাপতি বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ

নড়াইল জেলা মসৎজীবী লীগের সহসভাপতি বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ
 নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সভাপতি আশরাফুল আলম এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তর্থ্য ফেসবুকে থেকে অপপ্রচারে প্রতিবাদে নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে আশরাফুল আলম বলেন, আমার অবস্থান স্পষ্ট করে বলতেছি আমাকে হেয় প্রতিপন্ন করা এবং জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সুদৃঢ় অবস্থানকে দুর্বল করার জন্যই একটি স্বার্থান্বেষী মহল তাদের অসৎ উদ্দেশ্য প্রতিফলিত করার লক্ষ্যে এই প্রতিবেদন প্রকাশ ও প্রচারকাজে লিপ্ত হয়েছে। আমার বিরুদ্ধে যে সকল আজগুবি এবং বানোয়াট অভিযোগ উত্থাপিত হয়েছে সে সকল কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগের প্রতিউত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আরো বলেন, মূলতঃ যে বা যারা দলের সুসময়ে চরম সুবিধাভোগী ও দুঃসময়ে বিরোধিতাকারী, সে বা তারা কোনোদিনই দীর্ঘস্থায়ী হয়নি আর হবেও না; সময়ই সব কিছুর উত্তর দিয়ে দিবে। দেশের স্বার্থে, দলের প্রয়োজনে আমি সর্বদা একনিষ্ঠ ছিলাম, আছি এবং থাকবো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন