প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিজিবি’র হাতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক-১

চয়ন কুমার রায় , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্ত অনন্তপুর বিওপির সীমান্ত হতে বিজিবি কর্তৃক অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সাহারুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি)। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটক সাহারুল গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে উপজেলার কান্তনগর এলাকার খলিলুর রহমানের ছেলে। বিজিবি জানায়, বুধবার ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির কদমতলী এলাকায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৪৭/৪-এস এর নিকট দিয়ে মাদক পাচারকারীরা মাদক পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির কমান্ডারের নেতৃত্বে টহলদল আনুমানিক ভোর ৪ ঘটিকায় সীমান্ত পিলার ৯৪৭/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কদমতলী নামক স্থানে বিজিবি ওঁৎ পেতে থাকে। পরে আনুমানিক ভোর ৪:৩০ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী ০১ জন মাদক পাচারকারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে আটক করে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাহ মো: শাকিল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন