প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বীরগঞ্জে ইউএনও কে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 মোঃ ইউসুফ আলী, দিনাজপুর। দিনাজপুরের বীরগঞ্জের উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীকে প্রত্যাহারের দাবিতে প্রায় তিন ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগন। ৪ ডিসেম্বর (বুধবার ) বেলা সাড়ে এগারটার সময় হতে প্রায় তিন ঘন্টাব্যাপী দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলা শিক্ষক পরিবার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই অবরোধ কর্মসূচী পালন করেন । এ শতশত যাবাহন রাস্তায় আটকে যাওয়া যাত্রী ও পথচারীরা ভোগান্তীর স্বীকার হয়। বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার কর্তৃক শিক্ষক নির্যাতন, হয়রানি ও চৌধুরীহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান -কে অন্যায়ভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং দুর্নীতিবাজ উল্লেখ পূর্বক ইউএনও মোঃ ফজলে এলাহীর প্রত্যাহারের দাবিতে তারা এই মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর অয়োজন করেন। অবরোধ পরবর্তী প্রতিবাদ সভায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন তাদের বক্তব্য তুলে ধরে ইউএনওর প্রত্যাহার দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন। এবিষয়ে ইউএনও মোঃ ফজলে এলাহীর নিকট জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্বে তাদের আনিত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট এবং তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিতে পারেনাই এটি পলিটেক্যিাল উদ্দ্যেশ্যপ্রণীত। এসব অভিযোগের বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী আরো বলেন, যে শিক্ষককে বহালের দাবিতে আজ আন্দোলন হচ্ছে, তিনি দীর্ঘ প্রায় তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। সরকার পতনের পরে তাঁকে সরিয়ে দিতে সেখানকার মানুষ বিক্ষোভ পর্যন্ত করেছেন। প্রশাসন থেকে তাঁকে তিনটি নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি করা হয়েছে। যথাযথ আইন প্রক্রিয়া মেনে ওই শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারপরও যদি আমার বিরুদ্বে তাদের অফিযোগ থেকে থাকে কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিবে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান আমরা শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন