সাংবাদিক মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সরকার ঘোষণা দিয়েছে নতুন করে কোনো ইটভাটা স্থাপনের ছাড়পত্র দেওয়া হবে না। কিন্তু ছাড়পত্রের তোয়াক্কা না করেই গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা গুলোতে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার ১মাস পরেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট অধিদপ্তর। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় গত বছর পর্যন্ত ৩৬টি ইটভাটায় ইট তৈরি ও পোড়ানো হয়েছে। সরকারের অনুমোদন না নিয়েই এ বছর আবাদি জমিতে ওইসব ভাটায় ইট তৈরি ও পোড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ইট পোড়াতে ভাটায় জ্বালানি হিসেবে বিপুল পরিমাণ কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এ ছাড়া নিয়ম না মেনে ওইসব অবৈধ ইটভাটায় বিদ্যুৎ সংযোগও দেওয়াও অভিযোগ রয়েছে। প্রতিটি ইটভাটায় ১০ থেকে ১৫ একর আবাদি জমি ব্যবহার করা হচ্ছে। সরেজমিন ইটভাটা ঘুরে দেখা গেছে, ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ কাঠের স্তুপ রাখা। ভাটার কারণে কমছে আবাদি জমি, মাটি পরিবহনে নষ্ট হচ্ছে রাস্তা। হুমকির মুখে পরিবেশ। প্রস্তুতিকৃত ভাটাগুলো হলো–