প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর মহাদেবপুরে ৩০ বোতল ফেন্সিডিল সহ খোকন নামে এক জন কে গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর এসআই মোফাজ্জল হোসেন ও তার টিম নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন আড্ডা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরপুর মডেল উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ৩০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল সহ আসামী মোঃ খোকন (৪০) পিতা- মোঃ আনোয়ার হোসেন গ্রাম:দক্ষিণ হোসেনপুর (পূর্ব পাড়া) মহাদেবপুর উপজেলার জেলা নওগাঁ। খোকন কে গ্রেফতার করে। এ বিষয়ে নওগাঁ মহাদেবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন