প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভুক্তভোগী গোলজার হোসেনের সংবাদ সম্মেলন পারভিন ও শারজাহান সাউথ বাহিনীর বিরুদ্ধে

আলেয়া আক্তার লিজা: বৈধ লীজকৃত জমি দখলে নিতে একটি পরিবারের উপর দফায় দফায় হামলা-মামলা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ ও নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছেন গোলজার হোসেন।এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল রবিবার দুপুরে পাগলা চিতাশাল এলাকায় পারভীন হাওলাদার ও শারজাহান সাউথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসী।ভুক্তভোগী গোলজান হোসেন জানান, আমরা ১৯৬৯ সাল থেকে দেলপাড়া এলাকায় সরকারি ৩ শতাংশ জমি লীজ নিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছি। গত কয়েক বছর আগে থেকে আমাদের এই জমি থেকে উচ্ছেদ করতে তৎপর হয়ে উঠেছে আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীর সদস্যরা। আওয়ামী সমর্থিত পারভীন হাওলাদার একজন মামলাবাজ। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এই পারভীন হাওলাদার। এছাড়াও এলাকায় পঞ্চায়েতে একাধিকবার বিচার-শালিসী হলেও পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা এ বিষয়ে কোন কর্ণপাত করেন না। উল্টো গোলজান হোসেনের পরিবার ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন পারভীন হাওলাদার ও শারজাহান সাউথ বাহিনীরা।রবিবার (০১ ডিসেম্বর) রাতে পাগলা চিতাশাল এলাকায় সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন