প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী বাজারে টিসিবির ৩০ বস্তা চাউল বিক্রির সময় জনতার হাতে আটক

মোঃ কামাল হোসেন প্রধান , জেলা প্রতিনিধি: নরসিংদীর বাজারে টিসিবির ৩০ বস্তা চাউল বিক্রি করতে গেলে জনতা হাতে আটক হন ৩০ বস্তা চাউল সহ ব্যাটারি চালিত অটো রিক্সা। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ৩০ বস্তা চাউল জব্দ করিতে সক্ষম হন । জানা যায় আলিয়া এন্টারপ্রাইজ এর মালিক সাদ্দাম হোসেন উরফে হৃদয় নরসিংদীর বাজারে অবৈধভাবে টিসিবির চাউল বিক্রি করে আসছিল, ১ ডিসেম্বর রোববার রাতের খবর পেয়ে নরসিংদীর সদর উপজেলা নির্বাহী অফিসার নরসিংদীর বড় বাজার থেকে আটককৃত ৩০ বস্তা টিসিপির চাউল জব্দ করেন । জানা যায় আলিদা এন্টারপ্রাইজ এর মালিক সাদ্দাম হোসেন উরফে হৃদয় নরসিংদী পৌরসভার ৪নং ওয়ার্ডে টিসিবির ডিলারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। রোববার রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় নরসিংদী বড় বাজারে চাউল বিক্রি করতে গেলে জনতার হাতে ধরা পড়েন হৃদয়। এ সময় তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন খবর দিলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে টিসিপি র ৩০ বস্তা চাউল জব্দ করেন। এ বিষয়ে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন বলেন, টিসিবির চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাজারে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চালগুলো জব্দ করি। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ব্যাপারে সচেতন মহল বলেন, নরসিংদীর জেলায় সকল টিসিবি ডিলারদের প্রতি লক্ষ্য রাখা এবং টিসিবির পর্নের তালিকা প্রতিটি গ্রামে প্রকাশ করা উচিত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন