প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র সমাবেশ

 মোঃ সাগর সরকার ,পলাশবাড়ী গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে তারেক রহমান এর রাষ্ট্রকাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২/১২/২০২৪ ইং তারিখ পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথিঃ- কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সম্পাদক কায়সার মাহমুদ, যুগ্ম সম্পাদক জামিল হোসেন মোরসালিন। শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। প্রধান বক্তাঃ- খন্দকার জাকারিয়া আলম জিম সভাপতি গাইবান্ধা জেলা ছাত্রদল। বিশেষ বক্তাঃ-তারেকুজ্জামান তারেক সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা ছাত্রদল, রাজিউল আলম রনি সিনিয়র সহ-সভাপতি গাইবান্ধা জেলা ছাত্রদল, শহীদুজ্জামান সরকার শাহীন যুগ্ম সম্পাদক গাইবান্ধা জেলা ছাত্রদল, রবিউল ইসলাম লিয়াকত সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা জেলা ছাত্রদল। সভাপতিত্ব করেনঃ- উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ। সমাবেশ পরিচালনা করেনঃ- সোহেল রশিদ হৃদয় সদস্য সচিব উপজেলা ছাত্রদল/আকাশ কবির পায়েল সদস্য সচিব পৌর ছাত্রদল। বক্তাগণ তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরার জন্য ছাত্র নেতাদের প্রতি উদাত্ত আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন