মোহাম্মদ নাহিদ হাসান : সমগ্র বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রত্যান্ত বিল অঞ্চলে “উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” জেলার উন্নতম সৌন্দর্য মণ্ডিত একটি বিদ্যালয়। সারাদেশের ন্যায় এই বিদ্যালয়টিতেও ২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সোমবার তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়টি তৃতীয় শ্রণি থেকে ৭০ জন, চতুর্থ শ্রেণি থেকে ৬৭ জন এবং পঞ্চম শ্রেণি থেকে ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বিদ্যালয়টির সৌন্দর্যের পাশাপাশি শিক্ষার গুনগত মান যথেষ্ট ভালো এবং বিভিন্ন প্রতিযোগিতায় আশানুরূপ সাফল্য রয়েছে। এই বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন ও শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসার জনাব ছানোয়ার হোসেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব এর যথেষ্ট অবদান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় বিদ্যালয়ে ৪৪৮ জন শিক্ষার্থী অনুপাতে মাত্র ৬ জন শিক্ষক নিয়ে পাঠদান করা খুবই কষ্টসাধ্য হয়ে পরেছে। বিদ্যালয়ে ৪ তলা ফাউন্ডেশনে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলে মাত্র অফিস কক্ষসহ ৬ টি রুম নিয়ে ক্লাস করানো কঠিন হয়ে পরেছে। তাই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উর্ধতন কর্তৃপক্ষের কাছে চাওয়া বিদ্যালয়টিতে যেন অন্তত ১০ জন শিক্ষকের পোস্ট তৈরি করে এবং আবাসন তৈরি করে শিক্ষার গুনগত মান উন্নয়নে আরও অগ্রনি ভূমিকা পালন করা হয়।