প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ইসকন নিষিদ্ধের দাবিতে হোমনায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

 শাহাদাত কামাল শাকিল : ইসকন নিষিদ্ধ ও এ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে কুমিল্লার হোমনায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১ ডিসেম্বর সকাল দশটায়, হেফাজতে ইসলাম হোমনা উপজেলা শাখার আয়োজনে পৌর সদর প্রদক্ষিণ শেষে হোমনা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোত্তালিব খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মো. ইব্রাহিম,সহ-সভাপতি মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা জালাল উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম,পৌর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা রহমত উল্লাস আশেকী, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সবুজসহ নেতৃবৃন্দ ও কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি বিভিন্ন গ্রাম থেকে মিছিলে অংশ গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন